‘করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে বিশ্ব’

0

লোকসমাজ ডেস্ক॥ ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের কারণে বিশ্ব এখন কোভিড-১৯ মহামারির তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এই সতর্কবার্তা দিয়েছেন।তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত…আমরা এখন তৃতীয় দফা ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।’
বুধবার আধানাম জানিয়েছিলেন, সামাজিক চলাফেরা বেড়ে যাওয়ার মধ্য দিয়েই ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে এবং প্রমাণিত জনস্বাস্থ্যের বিধিগুলোর অসঙ্গতিপূর্ণ ব্যবহারের কারণে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু উভয়ই বাড়াচ্ছে।তিনি জানান, ভাইরাসটির আরও রূপান্তর ঘটছে, যার ফলে আরও সংক্রামক ভ্যারিয়েন্ট সৃষ্টি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বে বিশ্বের ১১১টিরও বেশি দেশে রয়েছে এবং এটা যদি এখনও বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারকারী ভ্যারিয়েন্ট না হয়ে থাকে, তাহলে আশা কারা যাচ্ছে শিগগিরই তা ঘটবে।’