প্রশ্নবিদ্ধ জিম্বাবুয়ে ক্রিকেটারের বোলিং অ্যাকশন

0

লোকসমাজ ডেস্ক॥ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ। সেই ম্যাচ শেষে স্বাগতিক বোলার রয় কাইয়ার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে।বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, হারারে টেস্টে কাইয়ার বোলিংয়ের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল।তবে করোনাভাইরাসের বিভিন্ন বিধি নিষেধের কারণে আইসিসি নির্ধারিত পরীক্ষাগারে কাইয়ার বোলিং অ্যাকশন পরীক্ষা করতে পারবে না। তাই বিশেষজ্ঞ প্যানেল কোনো সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে হারারেতে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেছিলেন কাইয়া। দুই ইনিংস মিলিয়ে ২৩ ওভার বোলিং করেন তিনি। প্রথম ইনিংসে ১০ ওভারে ৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৮৪ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি তিনি। ব্যাট হাতেও অনুজ্জ্বল কাইয়া। দুই ইনিংসেই আউট হন রানের খাতা খোলার আগেই।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রয় কাইয়ার। জিম্বাবুয়ের জার্সিতে এখন পর্যন্ত একটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে এখনও কোনো রান বা উইকেট শিকার করতে পারেননি। ওয়ানডে ক্রিকেটে তার রান সংখ্যা ৫৯।