পরিচয় মেলেনি হত্যার শিকার নবজাতকটির

0

লোকসমাজ ডেস্ক॥ সাতক্ষীরার আশাশুনির কুল্যা ব্রিজ থেকে ছুড়ে ফেলে হত্যা করা নবজাতকটির বাবা-মায়ের পরিচয় মেলেনি। উদ্ধার হয়নি কে বা কারা এই ঘটনায় জড়িত।কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাসেত আল হারুন চৌধুরী জানান, মঙ্গলবার ভোরে ফজরের নামাজ শেষে মুুসল্লিরা ফেরার সময় শিশুর কান্না শুনতে পান। তারা কুল্যা ব্রিজের তলায় বেতনা নদীর চরে গিয়ে দেখতে পান, একটি কন্যা নবজাতক। তখন চেয়ারম্যানকে সংবাদ দিলে তিনি ওই নবজাতক উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
সেই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অসীমকুমার সরকার জানান, নবজাতকটির অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। অনেক ওপর থেকে ফেলে দেওয়ায় তার মাথা ফেটে যায়। নাকে কাদা-মাটি ঢুকে যাওয়ায় শ্বাস নিতে পারছিল না। তারা নবজাতকের নিবিড় চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রাণটি রক্ষা করা যায়নি।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, শিশুটি দুপুর দুইটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘটনাটি খুবই দুঃখজনক। যারা এই নবজাতকটিকে হত্যা করলো তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।