করোনা হেল্প সেন্টার স্থাপনের অনুমতি না দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া বিএনপির সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি॥করোনা হেল্প সেন্টার স্থাপনের অনুমতি না দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপি সাংবাদিক সম্মেলন করেছে। বুধবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুব-বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল প্রমুখ। সোহরাব উদ্দিন বলেন, আপনারা জানেন মহামারির করোনার ভয়াল থাবায় গোটা বাংলাদেশ আজ বিপর্যস্ত। চারিদিকে শুধু স্বজন হারানোর আর্তনাদ। এই পরিস্থিতিতে আমরা কেউ ভালো নেই। আপনারা জানেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের প্রতিটি দুর্যোগ এবং সংকটে এদেশের মানুষের পাশে সবসময় থেকেছে। এরই ধারাবাহিকতায় দেশের বর্তমান সংকটময় মুহূর্তে করোনায় আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে করোনা হেল্প সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করি। সেই মর্মে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য গত ১১ জুলাই একটি চিঠি প্রেরণ করা হয়। পরবর্তিতে আমরা জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে করোনা হেল্প সেন্টার স্থাপন না করার জন্য আমাদের জানিয়ে দেওয়া হয়। বিষয়টি আমাদের মর্মাহত করেছে। আপনারা নিশ্চয় অবগত আছেন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ধরনের কর্মসূচি ইতোমধ্যেই চালু করেছে। কিন্তু সেখানে কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসন নিশ্চুপ। শুধুমাত্র আমাদেরকেই এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে। শুধু তাই নয়, কুষ্টিয়াতে বিএনপির উদ্যোগে যে কোনো ধরনের দোয়া মাহফিলও করতে দেয়া হয় না। সম্প্রতি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক মৃত্যুবরণ করলে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা হয়। পুলিশ প্রশাসন কর্তৃক এ ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সংবাদ সম্মেলনের এ বার্তা পাঠিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিজ্ঞপ্তি।