ভারতে পাচার হওয়া কিশোরীকে বেনাপোলে হস্তান্তর

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ ভারতে পাচার হওয়া বাংলাদেশি কিশোরী অর্পিতা আক্তার মিম(১৫)কে ৯ মাস পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গত মঙ্গলবার দুপুরে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে হস্তান্তর করেন। কিশোরী মিম খুলনার খানজাহান আলী থানার বাসিন্দা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মজিবর রহমান জানান, তাকে জাস্টিস এন্ড কেয়ার এনজিও সংস্থার হেফাজতে দেওয়া হয়েছে। সংস্থার কর্মকর্তা জানান, দালাল চক্রের খপ্পরে পড়ে ওই কিশোরী ভারতে যায়। পরে গুজরাট পুলিশের অভিযানে তাকে উদ্ধার করা হয়। পুলিশ তাকে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আদালতেসোপর্দ করে। সেখান থেকে গুজরাটের সরকারি এনজিও সংস্থা তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে রাষ্ট্রীয় কাগজ পত্রের মাধ্যমে তাকে দেশে আনা হয়েছে।