অভিবাসী ঢেউ ঠেকাতে কাঁটাতারের বেড়া বসাচ্ছে লিথুনিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ অভিবাসীদের ঢেউ থামাতে সীমানায় কাঁটাতারের বেড়া নির্মান করছে ইউরোপের দেশ লিথুনিয়া। বেলারুশ অভিবাসীদের অবাধে লিথুয়ানিয়া প্রবেশের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছে দেশটি। গত ৯ জুলাই থেকেই এই কাঁটাতার লাগানোর কাজ শুরু হয়েছে। এ নিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আগনে বিলোটাইট বলেন, আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে কাঁটাতারের বেড়া তৈরি করা। পরবর্তীতে আমরা ৫৫০ কিলোমিটার দীর্ঘ সীমানা দেয়াল তৈরি করব।
গত কয়েক দিন ধরেই লিথুনিয়ায় মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে আসা অভিবাসীরা প্রবেশ করতে শুরু করেছে। দেশটির সীমান্ত রক্ষী বাহিনী জানিয়েছে, সর্বশেষ একদিনে ৩৭জন নতুন অভিবাসীকে গ্রেপ্তার করেছে তারা। এ বছরের শুরু থেকে এখনো পর্যন্ত ১৫০০ জন অভিবাসী দেশটিতে আশ্রয় নিয়েছে বলেও জানানো হয়েছে।