চুয়াডাঙ্গায় একদিনে পজিটিভ শনাক্ত ১২৮ জন, করোনা ও উপসর্গে মৃত্যু ৬

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় একদিনে ৪৭৩ জনের করোনা পরীক্ষা করে ১২৮ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা ও উপসগ নিয়ে মারা গেছেন ৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ্ আকরাম। তিনি সোমবার আরও জানান, ১২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৩ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৩ জন, দামুড়হুদা উপজেলায় ৩১জন ও জীবননগর উপজেলায় ২১ জন রয়েছেন। আক্রান্তের সংখ্যা ২৭ দশমিক ০৬ শতাংশ। এদিন ২৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৬০৮ জন। আরও ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৯২৯ জন । তার মধ্যে হোম কোয়ারিন্টেনে আছেন ১ হাজার ৮০২জন ও হাসপাতালে ভর্তি রয়েছেন ১২৭ জন। চুয়াডাঙ্গাং এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৭৭।