সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন তার ভাগ্না ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ। অধ্যাপক রফিকুল ইসলাম বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ও তার স্ত্রী নুরুন্নাহার লিলিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আক্রান্ত অন্যরা হলেন-বড় ছেলে মোস্তাফা আশীষ ইসলামের স্ত্রী রাজিয়া সুলতানা ও ছেলে মোস্তাফা দ্রোহা, ছোট ছেলে মোস্তাফা কৌশিক ইসলাম, ছোট পুত্রবধূ খাদিজা খানম ও ছোট ছেলের মেয়ে জারিন শুভা। অধ্যাপক রফিকুল ইসলাম নিজের ও তার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৯১ ও ১৯৯৬ নির্বাচনে যশোর-২ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হন। ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হলে তাঁকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।