বাকি জীবন এই হার তাড়া করে বেড়াবে আমাদের : হ্যারি কেইন

0

লোকসমাজ ডেস্ক॥ খেলায় হারজিত থাকবেই। কিন্তু ফুটবল কখনও এতটাই নির্মম, একটি দলকে যেভাবেই হোক হারতে হবেই। যে হার অনেক সময় মেনে নেয়াও কঠিন হয়ে পড়ে। যেমন অনুভূতি হচ্ছে ইংল্যান্ড দলের অধিনায়ক হ্যারি কেইনের।৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্ট জেতার হাতছানি ছিল। কিন্তু রোববার রাতে ওয়েম্বলিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হেরে স্বপ্ন চূর্ণ হয়েছে স্বাগতিকদের।
স্বপ্ন পূরণের কাছাকাছি গিয়েও এমন ব্যর্থতা মেনে নিতে কষ্ট হচ্ছে হ্যারি কেইনের। তিনি বলেন, ‘এর থেকে বেশি কিছু দিতে পারতাম না। দলেরও এর থেকে বেশি কিছু দেওয়ার ছিল না। সেরা খেলাই উজাড় করে দিয়েছি আমরা। পেনাল্টিতে হারা পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি। রাতটা আমাদের ছিল না। তবে মাথা উঁচু করে মাঠ ছাড়তে পেরেছি আমরা। যদিও এই দুঃখ সহজে মিটবে না।’
হ্যারি কেইন স্বীকার করলেন, এমন হার বাকি জীবনই তাড়া করে বেড়াবে। তারপরও উন্নতি হয়েছে। আগামীতে অন্য ইংল্যান্ডকে দেখা যাবে, সমর্থকদের এমন আশা দিলেন তিনি।
ইংলিশ অধিনায়কের ভাষায়, ‘যা কিছু অর্জন করেছি তার জন্য আমরা গর্বিত। প্রতিযোগিতাটা প্রচণ্ডভাবে জিততে চেয়েছিলাম। সেই জন্যেই হয়তো বাকি জীবন এই হার তাড়া করে বেড়াবে আমাদের। রাশিয়া বিশ্বকাপে যা খেলেছিলাম, তার থেকে অনেক উন্নতি করেছি। আশা করি আগামী প্রতিযোগিতাগুলিতে অন্য ইংল্যান্ডকে দেখা যাবে।’