বাগেরহাটে করোনায় মারা গেছেন ১শ মোট আক্রান্ত ৪ হাজার ৫৬৫ জন

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনায় ১শ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘন্টায় ৪৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৪৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫১ জন। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা আক্রান্ত ১ হাজার ২১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন। সিভিল সার্জন আরওজানান, আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৪৫ জন, মোল্লাহাটে ২৭, ফকিরহাটে ৩২, চিতলমারী ৪, মোরেলগঞ্জে ৭, রামপালে ৪, মোংলায় ৯ এবং শরণখোলায় ১৬ জন রয়েছে।