মোল্লাহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়ি থেকে উচ্ছেদ করে ঘরের টিন লুট করার অভিযোগ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোল্লাহাটে প্রতিপক্ষ খোবায়ের মোল্লার বিরুদ্ধে ঘরের টিন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মনি মোহন বিশ্বাস থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ম্ল্লোাহাট উপজেলার দেড়বোয়ালিয়া গ্রামের মনি মোহন বিশ্বাস বলেন, মোল্লাহাটা উপজেলার দেড় বোয়ালিয়া মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত পাঁচ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। ওই জমিতে তারা ঘরবাড়ি নির্মাণ করে থেকেছেন। কিন্তু প্রভাবশালী খোবায়ের মোল্লা নিজের দাবি করে তাদের ওই বাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখলে নিয়েছেন। নিজের জমি ফিরে পেতে তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত তাদের পক্ষে ১৪৪ ধারার রায় দেয়ায় খোবায়ের মোল্লা ওই জমি থেকে চলে যান। কিন্তু আবারো জমি দখলের পাঁয়তারা চালাতে থাকেন তিনি। এর পরই শুক্রবার রাতে ওই জায়গায় ছাপড়া ঘরে দেওয়া টিন লুট করে নিয়ে যায় খোবায়ের ও তার লোকজন।
অভিযুক্ত খোবায়ের মোল্লার ছেলে আকবর মোল্লা বলেন, ‘ওই জমি নিয়ে আদালতে মামলা ছিল, মামলায় আমরা রায় পেয়েছি। তারপরও আমরা তিন বছর ধরে ওই জমিতে যাইনি। গত ১৫দিন ধরে পরিবারের সবাই অসুস্থ। টিন লুটের প্রশ্নই আসে না। আমাদের হয়রানি করার জন্য এসব অভিযোগ দেয়া হয়েছে।’
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন, ‘মনি মোহন বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে খোবায়ের মোল্লার সাথে কথা বলেছি, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’