করোনায় যশোরে আরও ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫১

0

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনায় ও উপসর্গে ১২ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়। এছাড়া প্রাণঘাতী রোগটির উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুইজন। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য জানান।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৫ হাজার ১৬১ জনে।
যশোর জেনারেল হাসপাতালের আরএমও ডা. আরিফ আহমেদ জানান, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড রেড জোনে গতকাল ভর্তি ছিলেন ১৭৮ জন। এসময় উপসর্গ নিয়ে আইসোলেশনে (ইয়েলো জোনে) ভর্তি ছিলে ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩১ এবং ইয়েলো জোনে ৪৫ জন।
যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ বলেন, যশোরে গত ২৪ ঘণ্টায় ৬৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে, যশোর সদর উপজেলায় ১৬৪ জন, ঝিকরগাছায় ২৫ জন, মনিরামপুরে ২০ জন, বাঘারপাড়ায় ৪ জন, শার্শায় ৯ জন ও চৌগাছায় ১৭ জন রয়েছেন। এ দিন শনাক্তের হার ৩৯.৭৭। একই সময়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১০ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১২ জনে।