যশোরের এক হাসপাতালেই ১২ জনের মৃত্যু

0

যশোর প্রতিনিধি॥যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন ১০ জন। আর দুই জন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।
শনিবার (১০ জুলাই) যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের রেড জোনে ১৭৮ জন ও ইয়েলো জোনে ৬৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ৩১ ও ইয়েলো জোনে ৪৫ জন।এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৬৩১টি নমুনা পরীক্ষায় ২৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৭৭ শতাংশ।
শুক্রবারও (৯ জুলাই) যশোর জেনারেল হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাত জন করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। আর অন্যরা এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান।