সাদমানের প্রথম, শান্তর দ্বিতীয় সেঞ্চুরিতে রানের ফোয়ারা

0

লোকসমাজ ডেস্ক॥ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাদ পড়েছিলেন। এরপর অজানা কারণে সুযোগ পাননি শ্রীলঙ্কা সফরে। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে সাদমান ইসলাম প্রত্যাশিতভাবেই ফেরেন একাদশে।প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় ইনিংসটি তিনি রাঙালেন সেঞ্চুরিতে। টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। সাদমানের প্রথম সেঞ্চুরির দিনে তিন অঙ্কের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্তও। তবে দুজনের ইনিংস মেরামতের ধরন ছিল একেবারেই ভিন্ন।
শান্ত আগ্রাসন দেখিয়ে সেঞ্চুরি তোলেন। সাদমান স্বভাবসুলভ খেলে পৌঁছে যান ল্যান্ডমার্কে। ১৮০ বলে ৮ বাউন্ডারিতে সেঞ্চুরির ইনিংসটি সাজান তিনি। শান্ত ১০৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পেয়েছেন সেঞ্চুরি।
সাইফ হাসান ৪৩ রানে সাজঘরে ফেরার পর জুটি বাঁধেন দুজন। দ্বিতীয় উইকেট জুটিতে ২২৫ বলে ১৯৬ রান করেন তারা। যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তাতে বাংলাদেশের রানও চলে যায় চূড়ায়। ১ উইকেটে ২৮৪ রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের ১৯২ রানের লিডসহ জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।দ্রুত রান তোলার পরিকল্পনায় সাদমান, শান্ত ব্যাটিং করেছেন। সাদমান হাত খুলে খেলেছেন ফিফটির পর। ১০১ বলে ফিফটিতে পৌঁছার পর পরের ৭৯ বলে প্রথম টেস্ট সেঞ্চুরির স্বাদ পান। শান্ত ৬০ বলে পান ফিফটি। পরের ৪৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন।
সব মিলিয়ে ১১৮ বলে ৫ চার ও ৬ ছক্কায় ১১৭ রান করেন শান্ত। তিনি ১৯৬ বলে ১১৫ রান করে থাকেন অপরাজিত। দুইজন মুখে চড়া হাসি নিয়ে ছেড়েছেন হারারের সবুজ গালিচা। তাতে হেসেছে বাংলাদেশও।