মোংলায় মানবিক সহায়তা ১৭০ টাকার পণ্য মাত্র ১০ টাকায়!

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় করোনা মহামারিতে কর্মহীন ও দুস্থদের জন্য ১০ টাকায় হাট বাজারের আয়োজন করে ‘দখিন হাওয়া সাহিত্য পরিষদ’ নামের একটি সাহিত্য সংগঠন। এখান থেকে শুক্রবার সকালে ১০ টাকার বিনিময়ে আলু, মিষ্টি কুমড়া, পটল, পিঁয়াজ, ডাল, কাঁচকলা ও কাঁচামরিচের মতো উর্ধ্বমূল্যের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেলেন ১২০টি পরিবার। দখিন হাওয়া সাহিত্য পরিষদের এই উদ্যোগে করোনাভাইরাস মহামারিতে বিপাকে পড়া ১০০ থেকে ২০০ জনকে মাত্র ১০ টাকার বিনিময়ে এই বাজার থেকে প্রতি সপ্তাহে ওই পণ্য দেয়া হবে।
সকাল সাড়ে ১০ টায় পৌর মার্কেটের সামনে মানবিক সহায়তা হিসেবে অসচ্ছল মানুষের হাতে ১৭০ টাকা মূল্যের ৭ ধরনের পণ্য ১০ টাকার বিনিময়ে তুলে দিলেন দখিন হাওয়া সাহিত্য পরিষদের চেয়ারম্যান আফরোজা হিরা। এ সময় মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজ বংশী, দখিন হাওয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান জাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।