সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৬ জন,

0

সাতক্ষীরা সংবাদদাতা ॥ সাতক্ষীরায় কিছুতেই কমছেনা করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় জেলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে, জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪০৪ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৮ জনের নমুনা পরীক্ষা শেষে ১৩৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৮৬ শতাংশ।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৬৫ জন। এদিকে, জেলার একমাত্র করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত ২৪ জন ও উপসর্গ নিয়ে ২৪১ জনসহ মোট ২৬৫ জন রোগী ভর্তি রয়েছেন। জনবল সংকটে সেখানে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, জনসচেতনতার অভাবে জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। করোনা প্রতিরোধে তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার ও মাস্ক পরার আহবান জানান।