বেনাপোলে বাকিতে পেট্রোল বিক্রি না করায় পাম্পে সন্ত্রাসীদের তান্ডব

0

মাসুদ রানা বাবু ॥ যশোরের বেনাপোলে বাকিতে পেট্রোল বিক্রি না করায় স্থানীয় রাসেল নামের এক যুবলীগ সন্ত্রাসী ওই পাম্পে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় স্থানীয় ভবেরবেড় গ্রামের মৃত কবির হোসেনের পুত্র যুবলীগ সন্ত্রাসী রাসেল যশোর বেনাপোল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স মিলন এন্ড ব্রাদার্স পেট্রোল পাম্পে এই তান্ডব চালায়। আধা ঘন্টার তান্ডবে চুরমার হয়ে যায় পাম্পের ক্যাশ কাউন্টারসহ ইলেকট্রনিক্স ডিভাইস, মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করা হয় একটি জীপ গাড়ি। এ সময় সন্ত্রাসীরা নগদ অর্থ লুটপাট করার পাশাপাশি পাম্পের বিক্রয় প্রতিনিধি ও নৈশ প্রহরীকে মারপিট করে। এ ঘটনায় পাম্প মালিক মাসুদুর রহমান মিলন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগও পাম্পের বিক্রয় প্রতিনিধি জাহিদ হোসেনের সূত্রে জানা গেছে, যুবলীগ সন্ত্রাসী রাসেল প্রতিনিয়ত পাম্প থেকে হুমকি-ধামকি দিয়ে বাকিতে তেল নেয়। টাকা চাইলে সে মারপিট করে। বৃহস্পতিবার বিকালে সে আবার বাকিতে তেল চায়। তেল দিতে অস্বীকৃতি জানালে বিক্রয় প্রতিনিধিকে হুমকি-ধামকি দিয়ে চলে যায়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় রাসেল ভবেরবেড় গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র আরিফ হোসেন রুবেল, মৃত ইয়ার আলীর পুত্র সুমন মাহমুদ, সিরাজের পুত্র সবুজ একই গ্রামের ইমরান এবং নমাজ গ্রামের হাবুর পুত্র মিফতা নূর মো. রাজসহ অজ্ঞান নাম ৩/৪ জন সন্ত্রাসী নিয়ে তান্ডব চালায়। সন্ত্রাসীরা প্রায় আধা ঘন্টা তান্ডব চালিয়ে পাম্পের ক্যাশ কাউন্টারে কাঁচের জানালা, দরজার, থাই গ্লাস ভেঙে চুরমার করে। চেয়ার টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ও ভেঙে চুরমার করে। ভাঙচুর করা হয় পাম্প মালিকের মাহেন্দ্রা জীপ গাড়িটি।
এ সময় সন্ত্রাসীরা কাউন্টারের লঙ্কার ভেঙে নগদ ৪০ হাজার টাকা লুট করে। সন্ত্রাসীদের মারপিট জখম হন, পাম্পের বিক্রয় প্রতিনিধি জাহিদ হাসান ও নৈশ প্রহরী জালাল উদ্দিন। সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় তাদের পাম্প না খোলার জন্যে হুমকি দিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা পাম্পের সিসি ক্যামেরাসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইস, ২০ বোতল মবিল, এবং তাদের ব্যবহৃত দুটি মোটর সাইকেলের ট্যাংকে পেট্রোল ভরে নিয়ে যায়। তান্ডবের ক্ষতির পরিমাণ সম্পর্কে পাম্প মালিক মাসুদুর রহমান মিলন বলেন, নগদ টাকা বাদে আড়াই থেকে তিল লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছি। আমি ঘটনায় ন্যায় বিচারের পাশাপাশি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।