সেজান কারখানায় রহস্যজনক আগুন, বিচার বিভাগীয় তদন্তের দাবি জাপার

0

লোকসমাজ ডেস্ক॥ নারায়নগঞ্জের রূপগঞ্জে সেজান কারখানায় আগুনে পুড়ে অসংখ্য মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। একইসাথে এই আগুনের রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার এক শোক বার্তায় জাপা চেয়ারম্যান আগুনে পুড়ে মৃতদের রূহের শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে লাগা আগুনে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। চলমান মহামারীর মধ্যে আগুনে পুড়ে একসাথে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেয়া যায় না। এমন ভয়াবহ আগুনের প্রকৃত রহস্য উদঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে এজন্য রূপগঞ্জে সেজান কারখানায় আগুন লাগার পেছনে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের মৃত শ্রমিকদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানান।