কোভিড: রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের ৯ প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি

0

লোকসমাজ ডেস্ক॥রাজধানী ব্যাংককসহ ৯ প্রদেশে রাত্রিকালীন কারফিউ ঘোষণা করেছে থাই কর্তৃপক্ষ। কোভিড-১৯ মহামারির প্রকোপ থেকে বাঁচতে শুক্রবার নতুন করে আবারো বাধা-নিষেধ জারি করা হলো দেশটিতে। এরফলে রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত মোট ৭ ঘন্টা কারফিউ জারি থাকবে ঘোষিত অঞ্চলগুলোয়। এর আগে শুক্রবার দেশটিতে ৯ হাজার ২৭৬ জনের কোভিড শনাক্ত হয়। প্রাণ হারান ৭২ জন। দেশটি বর্তমানে কোভিডের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণে শুক্রবার কয়েক ঘণ্টাব্যাপী আলোচনার পর সরকারের করোনাভাইরাস টাস্কফোর্সের এক কর্মকর্তা এই কারফিউ ঘোষণা করেন। এতে নাগরিকদের বাসা থেকে কাজ করার আহ্বানও জানানো হয়েছে।এই ঘোষণায় রাজধানী ব্যাংককসহ দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোর প্রায় ১ কোটি মানুষের জীবনে প্রভাব পরতে যাচ্ছে।
এ নিয়ে টাস্কফোর্সের মুখপাত্র আপিসামাই শ্রীরাংসন বলেন, যেসব অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে সেখানকার মানুষদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে এটি আমাদের রোগ নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা রাখবে। দিনশেষে থাইল্যান্ডের জয় হবে।