চুয়াডাঙ্গায় শিল্পপতির দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসামগ্রী প্রদান

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। একই সাথে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে ফল ও বোতলজাত খাবার পানি। বৃহস্পতিবার ওই দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ কার্যক্রম চলে।
চুয়াডাঙ্গার হঠাৎ করে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। করোনাকালীন সময়ে চিকিৎসা সামগ্রী সরবরাহ স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা দর্শনার শিল্পপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান টিপু তরফদার ব্যক্তিগত উদ্যোগে দামুড়হুদা ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসামগ্রী প্রদান করেন। চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে-হাইফ্লো প্লান্ট সিলিন্ডার ২০টি, ২২ শয্যা বেড, ডুয়েল ফ্লো মিটার ১০ সেট, হাইফ্লো অক্সিজেন ফ্লো মিটার ২০টি, মাস্কসহ বিভিন্ন উপকরণ। একই পরিমাণ উপকরণ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রদান করা হয়। এছাড়া করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফল ও বোতলজাত পানি বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি এই চিকিৎসাসামগ্রী গ্রহণ করেন।