কঠোর লকডাউনের অষ্টম দিনে যশোর জেলায় ৬৮ জনকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর লকডাউনের অষ্টম দিনে বৃহস্পতিবার যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৮ জনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিধিনিষেধ অমান্য করার অপরাধে এই জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার, নাদির হোসেন শামীম ও মেহরাজ শারবীনের নেতৃত্বে পরিচালিত আলাদা ভ্রাম্যমাণ যশোর শহরের জজ কোর্ট মোড় এলাকায় অভিযান চালান। এ সময় নানা অপরাধে ২৮ জনকে ১৩ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাঘারপাড়ায় দুজনকে সাড়ে ৩ হাজার টাকা, চৌগাছায় ৪ জনকে ১২ হাজার ৩শ’ টাকা, শার্শায় দুজনকে ১ হাজার ২শ’ টাকা, ঝিকরগাছায় ৩ জনকে ৪ হাজার ২শ’ টাকা, কেশবপুরে ১৫ জনকে ১৩ হাজার ১শ’ টাকা, অভয়নগরে ৭ জনকে ১ হাজার ৭শ’ টাকা ও মনিরামপুরে ৭ জনকে ১৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।