যশোরে করোনা চিকিৎসা নিয়ে তত্ত্বাবধায়কের সংবাদ সম্মেলন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামান।
গতকাল হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্রমবর্ধমান করোনা রোগীর চাপ সামলাতে হাসপাতালের রেড ও ইয়োলো জোনের শয্যা সংখ্যা প্রাথমিক অবস্থার দ্বিগুণ করা হয়েছে। সেই সাথে ১১টি আইসিইউ শয্যা ও ১৫টি এইচডিইউ শয্যা স্থাপন করা হয়েছে। আমাদের কর্মযজ্ঞে শামিল হয়েছে বেসরকারি সংস্থা সাজেদা ফাউন্ডেশন। বর্তমানে হাসপাতালে ১১টি নেজাল কেনিউলা ডিভাইস, ২িিট এনআইভি বাইপ্যাপ, সিপ্যাপ মেশিন, আইসিইউ পরিচালনার স্পেয়ার পার্টস ৩৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর ৩৬৫টি ছোট সিলিন্ডার ৯৪টি বড় সিলিন্ডার সেন্ট্রাল অক্সিজেন লাইন ও অক্সিজেন ট্যাংক রয়েছে। রোটেটিং রেষ্টিটারে ৩৩ বিশেষজ্ঞ চিকিৎসক, ১৭ মেডিকেল অফিসার ও ৪০ জন সেবিকা রয়েছে। বর্তমানে হাসপাতালে রেড ও ইয়োলো জোনে ২৩০ থেকে ২৫৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। নিরবিচ্ছিন্ন সেবাদান কার্যক্রমে তত্ত্বাবধায়ক সকলের সহযোগিতা কামনা করেন।