কেশবপুরে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃত্যু, এ পর্যন্ত মারা গেছেন ১৪

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর(যশোর)॥ যশোরের কেশবপুরের সার্বিক করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল বুধবার করোনা টেস্টে ১৬ জন পজেটিভ হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, গত ২৯ মে থেকে এ পর্যন্ত উপজেলায় মোট ৫১৯জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৬২ জন সুস্থ হয়েছেন। ১৪ জনের মৃত্যু হয়েছে। নিজবাড়ি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫৭জন আইসোলেশনে রেেছন।
এলাকাবাসী জানান, উপজেলায় গ্রামে গ্রামে প্রায় প্রতি পরিবারেই কারো না কারো জ্বর, কাঁশিতে আক্রান্ত,রয়েছে। করোনা টেস্টে অনীহার কারণে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যন্ত চিকিৎসা নিতে যাচ্ছেন না। তারা স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়ে কেউ ভালো হচ্ছেন আবার কেউ বিপদে পড়ছেন।
এদিকে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন স্থানীয় চিকিৎসকের পরামর্শ বাদ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের পরামর্শ নিয়ে ওষুধ সেবনের অনুরোধ জানিয়েছেন।