হাইতিতে জরুরি অবস্থা জারি

0

লোকসমাজ ডেস্ক॥ হাইতিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অজ্ঞাতনামা হামলাকারীদের গুলিতে দেশটির প্রেসিডেন্ট জুভেনিল মুইসি নিহত হওয়ার পর বুধবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ এই জরুরি অবস্থা জারি করেছেন।বুধবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ক্লড জোসেফ বলেছেন, ‘আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং দুঃখের সঙ্গে আমি আপনাদের কাছে প্রেসিডেন্টের মৃত্যুর সংবাদ জানাচ্ছি। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমি এবং সব মন্ত্রী কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের আশ্বাস দিতে চাই যে, আমরা প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচারের আওতায় আনব। দয়া করে শান্ত থাকুন এবং কর্তৃপক্ষকে তাদের কাজটি করতে দিন। আমরা চাই না দেশ বিশৃঙ্খলায় নিমজ্জিত হোক। এটি আমাদের জাতির এবং আমাদের মানুষের জন্য অত্যন্ত বেদনার দিন।’
তবে প্রেসিডেন্ট মুইসির উত্তরাধিকার কে হবেন তা এখনও স্পষ্ট নয়। চলতি সপ্তাহে তিনি এক জন নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। তবে ওই প্রধানমন্ত্রী এখনও শপথ নেননি।
স্থানীয় সময় বুধবার রাত ১টায় নিজ বাসভবনে অজ্ঞাতনামা হামলাকারীদের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট মুইসি। এসময় আহত হয়েছেন তার স্ত্রী।