যুক্তরাষ্ট্রে এবার ডেল্টা ভ্যারিয়েন্ট

0

লোকসমাজ ডেস্ক॥যুক্তরাষ্ট্রে এবার আধিপত্য বিস্তার শুরু করেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ তথ্য জানিয়েছে।
সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ৩ জুলাইয়ের আগের দুই সপ্তাহ পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। করোনায় শনাক্ত হওয়া রোগীদের ৫১ দশমিক ৭ শতাংশের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।
এর আগে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া আলফা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে সংক্রমণ ঘটিয়ে চলছিল। এখন অবশ্য এই ভ্যারিয়েন্টের শনাক্তের হার ২৮ দশমিক ৭ শতাংশ।
যারা এখনো করোনার টিকা নেননি সেসব মার্কিন জনগণকে টিকা নেওয়ার জন্য মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেন উৎসাহ দিয়েছেন।