অপেশাদার আচরণের শিকার মিষ্টি জান্নাত

0

লোকসমাজ ডেস্ক॥ অল্পদিনের ক্যারিয়ার মিষ্টি জান্নাতের। নিজেকে গড়ার সময় এখন তার। তবে যে সময় সিনেমা সংশ্লিষ্টদের সহযোগিতা পাওয়ার কথা সে সময় অপেশাদার আচরণ ও বাধা-বিপত্তির মুখে পড়তে হচ্ছে তাকে। বর্তমানে সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া নিয়ে বেশ বিড়ম্বনায় আছেন এই নায়িকা। করোনাকালীন মিষ্টি জান্নাত প্রায় ১২টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। কিন্তু একটির কাজও হয়নি। এমনকি ভবিষ্যৎও অনিশ্চিত। মিষ্টি জান্নাত মনে করেন, সিনেমাগুলো চুক্তিবদ্ধ হওয়া পর্যন্তই শেষ।
এরপর আর সেই সিনেমাগুলোর প্রযোজক বা পরিচালকরা কেউই সেভাবে তার সঙ্গে যোগাযোগ করেননি। শুটিং সেটে অবধি গড়ানো তো দূরের কথা। ‘চুক্তিবদ্ধ হওয়ার এমন নাটকে’ ভীষণ বিরক্ত এই নায়িকা। মানবজমিনের সঙ্গে আলাপকালে মিষ্টি জান্নাত বলেন, করোনার মধ্যেই আমি প্রায় ১২টি ছবি সাইন করেছি। প্রতিটি ছবি থেকে এক-দেড় লাখ টাকা করে নিয়েছি। কিন্তু একটির কাজও হওয়ার সম্ভাবনা নেই। কাজ করবে বলে আর করে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিচালক ও প্রযোজকদের কাছে অনুরোধ জানিয়ে এ নায়িকা বলেন, টাকা পয়সার দরকার নেই। দয়া করে ভালো ছবি নিয়ে আসেন। দরকার হলে আপনারা আমার কাছ থেকে টাকা নিয়ে যান। আমি আসলে এমন কিছু কাজ করতে চাই যে কাজ দিয়ে মানুষ আমাকে চিনবে। কথায় কথায় মিষ্টি জান্নাত ক্যারিয়ারের নতুন সিদ্ধান্তের কথাও জানান। তিনি বলেন, একই ঘরানার কাজ ভালো লাগছে না। অফ ট্র্যাকের সিনেমা করার ইচ্ছা সামনে। যদিও একটা ট্র্যাকে ঢুকে ভিন্ন ট্র্যাকে যাওয়া একটু কঠিন। তবে চেষ্টা করছি। এরইমধ্যে ওটিটি প্ল্যাটফরমের কয়েকটা কাজের কথা হচ্ছে। জি-ফাইভের সঙ্গে বসেছিলাম। এখন তো সব প্ল্যাটফরম বেইস হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে কাজ করা উচিত। উল্লেখ্য, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। ২০১৯ সালের এপ্রিল মাসে মিষ্টি জান্নাতের শেষ ছবি ‘তুই আমার রানী’ মুক্তি পায়। এর মাঝে ‘কি করে বলবো প্রিয়তমা’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন জান্নাত।