দরপতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

0

লোকসমাজ ডেস্ক॥ দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (৭ জুলাই) অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তেমন ছিল না। ফলে কোম্পানিটি ডিএসইর দর পতনের শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির শেয়ার গতকাল মঙ্গলবার ১৪.১০ টাকায় লেনদেন হয়েছে। আজ কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ১.১০ টাকা বা ৭.৮০ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলটেক্স ডিএসইর টপটের লুজার বা দর কমার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৭ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৪১ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫.৯৫ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.৯৪ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫.৬৬ শতাংশ, খান ব্রাদার্সের ৫.৪৭ শতাংশ, এমারেল্ড অয়েলের ৫.০৬ শতাংশ এবং মেঘনা কনডেন্স মিল্কের শেয়ার দর ৪.৭৯ শতাংশ কমেছে।