Facebook বন্ধুদের লুকিয়ে রাখুন এই ছোট্ট উপায়ে! ব্যক্তিগত তথ্য সুরক্ষায় খুব জরুরি

    0

    লোকসমাজ ডেস্ক॥ অনলাইনের যুগে নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখা খুবই কঠিন কাজ। যদিও, Facebook-এ কয়েকটি ক্লিকের মাধ্যমেই নিজের একাধিক তথ্য গোপন রাখতে পারবেন। পাশাপাশিই আপনার Facebook Friend List লুকিয়ে রাখাও খুব জরুরি। কারণ, ফেসবুকের বন্ধুতালিকা থেকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকারেরা। তবে, আপনি চাইলে খুব সহজেই ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখতে পারবেন। কী ভাবে এই কাজ করবেন, জেনে নিন।
    কম্পিউটার থেকে নিজের Facebook Friend List কনফিগার করুন
    * ব্রাউজারে Facebook ওপেন করুন।
    * ডান দিকে উপরে মেনু সিলেক্ট করে Settings ওপেন করুন।
    * এবার বাঁ দিকের কলামে Privacy সিলেক্ট করুন।
    * How People Can Find and Contact You বিভাগে গিয়ে, Who can see your friends list অপশনে ক্লিক করুন।
    * এবার ড্রপ ডাউন মেনুতে আপনার ফ্রেন্ড লিস্ট যে বা যাঁদের দেখাতে চান, কেবল মাত্র তাঁদেরই সিলেক্ট করুন। নীচের যে কোনও একটি অপশন বেছে নিন।
    Public: যে কোনও Facebook গ্রাহক আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন।
    Friends: শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টের ব্যক্তিরা আপনার Facebook ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।
    Only Me: শুধুমাত্র আপনি নিজের Facebook ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।
    Custom: কোন কোন ব্যক্তি আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন, তা নিজেই সিলেক্ট করতে পারবেন।
    এই অপশনগুলির মধ্যে যে কোনও একটি সিলেক্ট করার পরে Save করুন।
    ডান দিকে Close অপশন সিলেক্ট করে Settings সেভ করুন।
    স্মার্টফোন অথবা ট্যাবলেট থেকে ফ্রেন্ড লিস্ট কনফিগার করুন
    * Facebook অ্যাপ ওপেন করুন।
    * Android ফোনে ডান দিকে উপরে ও iPhone এর ডান দিকে নীচে মেনু আইকন সিলেক্ট করুন।
    * Settings & Privacy সিলেক্ট করুন।
    * Settings সিলেক্ট করুন।
    * Privacy Settings এ ট্যাপ করুন।
    Who can see your friends list? অপশন সিলেক্ট করলে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন।
    Public: যে কোনও Facebook গ্রাহক আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন।
    Friends: শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টের ব্যক্তিরা আপনার Facebook ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।
    Only Me: শুধুমাত্র আপনি নিজের Facebook ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন।
    এছাড়াও, Friends Except, Specific Friends ও Specific Lists অপশন দেখতে পাবেন।
    নিজের পছন্দের অপশন সিলেক্ট করে, তা সেভ করুন
    আপনি নিজের ফ্রেন্ড লিস্ট হাইড করলেও, কয়েকটি উপায়ে Facebook-এ কে কার ফ্রেন্ড লিস্টে রয়েছে, তা জানা সম্ভব। আপনার সঙ্গে কোনও ব্যক্তির মিউচুয়াল ফ্রেন্ড থাকলে, তা ফ্রেন্ড লিস্ট হাইড থাকলেও দেখাবে। এছাড়াও, ফ্রেন্ড লিস্ট প্রাইভেট থাকলে, আপনার বন্ধুর ফ্রেন্ড লিস্ট পাবলিক থাকতে পারে। সেখানে আপনি কোন ব্যক্তির সঙ্গে Facebook-এ যুক্ত আছেন জানা সম্ভব।