অবাক কাণ্ড! এবার স্মার্টফোনেও দিব্যি চলল Windows 11

0

লোকসমাজ ডেস্ক॥ সবে মাত্র Windows 11-এর ঘোষণা করেছে Microsoft। অফিসিয়ালি কোনও কম্পিউটারে আপডেট এখনও পর্যন্ত পৌঁছয়নি। ইনসাইডার প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত কিছু Windows গ্রাহক এই আপডেট ইনস্টল করেছেন। এরই মাঝে এবার স্মার্টফোনে Windows 11 আপডেট ইনস্টল করে দেখালেন এক পড়ুয়া।
বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন বয়সের মানুষজন নিজের কম্পিউটারে Windows 11 ইনস্টল করতে পারেননি। আর এমনই এক সন্ধিক্ষণে স্মার্টফোনে উইন্ডোজ ১১ ইনস্টল করে তাক লাগালেন সেই ছাত্র। গুস্তাভে মনস্ নামের এক ছাত্র Lumia 950 XL ফোনে Windows 11 চালিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই Lumia 950 XL ফোনে Windows 11 চালানোর ভিডিয়ো পোস্ট করেছেন গুস্তাভে। আগ্রহী ব্যক্তিদের স্মার্টফোনে Windows 10 ও Windows 11 ইনস্টল করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, একটি ওয়েবসাইটও চালু করে দিয়েছে গুস্তাভে ও তাঁর দল।
গুস্তাভে মনসে্র শেয়ার করা YouTube ভিডিওতে Lumia 950 XL ফোনে Windows 11 চলতে দেখা গিয়েছে। এই ফোনে ইউজার ইন্টারফেস খুব সুন্দর ভাবে ব্লেন্ড হতে দেখা গিয়েছে। সেই সঙ্গেই আবার বেশিরভাগ অ্যাপও চলতে দেখা গিয়েছে। যদিও, কম্পিউটারে Windows 11-এর তুলনায় Lumia 950 XL ফোনে ইউজার ইন্টারফেসে কিছু পরিবর্তন রয়েছে। টাস্ক বারে আইকনগুলি ফোনের সম্পূর্ণ জায়গাজুড়ে থাকবে। Start বাটনের পাশেই থাকছে সার্চ বাটন। বাঁ দিকে রয়েছে ইউজেট স্ক্রিন। তবে, Lumia 950 XL ফোনটি স্লো হওয়ার কারণে, প্রায় সব অ্যাপ একাধিকবার ওপেন করতে হয়েছে।
প্রজেক্ট উইন্ডোজ়
পাঁচ বছর আগে Windows ফোনে Windows অপারেটিং সিস্টেম চালানোর জন্য শুরু হয়েছিল প্রজেক্ট উইন্ডোজ। গুস্তাভে মনসের কথায়, ‘Windows 10X-এর কথা মাথায় রেখে আমাদের সব ডেভেলপমেন্টের কাজ করার জন্যই Windows 11 চালাতে খুব বেশি সমস্যা হয়নি।’
প্রায় 15 জনের একটি দলের সঙ্গে কাজ করেন গুস্তাভে মনস্। Windows ফোনে কেউ Windows 10 অথবা Windows 11 ইনস্টল করতে চাইলে মনসের ওয়েবসাইটে পেয়ে যাবেন বিস্তারিত গাইড।