চুয়াডাঙ্গায় লকডাউনের পঞ্চম দিনেও কঠোর অবস্থানে প্রশাসন

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধি নিষেধের পঞ্চম দিন গতকাল সোমবারও চুয়াডাঙ্গায় কঠোর অবস্থানে ছিল প্রশাসন। সকাল থেকে জেলার প্রবেশ বিভিন্ন পথে চেকপোস্ট বসিয়ে তদারকি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এলাকাগুলোতে নিয়মিত অভিযান চালাচ্ছেন ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যকারীদের জরিমানার আওতায় আনছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮টি মোবাইল কোর্টে ৪২টি মামলায় ৬৩ জনকে ৪৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লকডাউন বাস্তবায়ন করতে গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত টহল দিচ্ছে ৪ প্লাটুন সেনাবাহিনী ও ৩ প্লাটুন বিজিবিসহ পুলিশ এবং আনসার সদস্য।