চুয়াডাঙ্গায় নতুন করোনা রোগী ১৫২ জন, ২৪ ঘন্টায় মৃত্যু ৪

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় ৩৭০ জনের নতুন করোনা পরীক্ষা করে ১৫২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ ছাড়া ২৪ ঘন্টায় করেনায় আরও ৩ জন করোনা ও একজনের উপসর্গে মৃত্যু হয়েছে।
করোনায় মারা গেছেন, চুয়াডাঙ্গার শহরের সাদেক আলী মল্লিকপাড়ার সহিদুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৩৫), শান্তিপাড়ার নুরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম (৫৫) ও দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাজমা খাতুন (৪০)।
করোনা উপসর্গে মারা গেছেন, চুয়াডাঙ্গার সদর উপজেলার জলিবিলা গ্রামের মরহুম আনসার আলীর ছেলে শরিফুল ইসলাম (৪৫)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম এসব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলায় নতুন শনাক্ত ১৫২ জনের মধ্যে সদরে ৬৮ জন, আলমডাঙ্গায় ২২জন, দামুড়হুদায় ১৮ ও জীবননগর উপজেলায় ৪৪ জন রয়েছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১৪ হাজার ৮০৯টি, আর ফলাফল এসেছে ১৪ হাজার ১৪০টির। জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৮০৫। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২হাজার ৩৪৬জন। আক্রান্ত ১ হাজার ৩৪১জন। মারা গেছেন জেলায় ১১৬ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ২৬৪জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।