বিভাগের তিন হাসপাতালে ১৫ মৃত্যু, ৯ জনই খুলনার

0

খুলনা প্রতিনিধি॥খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রবিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এর মধ্যে ১৪ জন করোনা পজিটিভ ও একজন করোনা উপসর্গের রোগী ছিলেন। করোনা পজিটিভ মৃতদের তালিকায় খুলনার ৯ জন রয়েছেন। এছাড়া বাগেরহাটের তিন ও নড়াইলের দুই জন রোগী রয়েছেন।খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, রবিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ১৯৭ জন ভর্তি হন। এর মধ্যে রেড জোনে ১০২ জন, ইয়োলো জোনে ৫৫ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ জন। নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও ছাড়পত্র নিয়েছেন ৫৫ জন। মারা গেছেন সাত জন। এর মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও একজন করোনা উপসর্গের রোগী ছিলেন।
গাজী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১১৫ জন পজিটিভ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হন ২৩ জন ও ছাড়পত্র নিয়েছেন ২২ জন। আইসিইউতে আট জন ও এইচডিইউতে ১০ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে ৩৭ নমুনা পরীক্ষায় ২৮ জন পজিটিভ শনাক্ত হয়। হাসপাতালে করোনা আক্রান্ত ছয় জনের মৃত্যু হয়েছে।
খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১৫ রোগী। এরমধ্যে পুরুষ সাত জন ও মহিলা আট জন। ছাড়পত্র নিয়েছেন ১৮ জন। মারা গেছেন দুই জন। দুই জনই করোনা আক্রান্ত ছিলেন। বর্তমানে মোট রোগী ভর্তি ৬৫ জন। পুরুষ ৩৩ জন ও মহিলা ৩২ জন।
তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কোনও মৃত্যুর ঘটনা নেই বলে জানান মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ। তিনি বলেন, চালুর পর ৪ জুলাই সকাল ৮টা পর্যন্ত এখানে ২৪ জন করোনা পজিটিভ রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১১ জন, মহিলা ৭ জন, আইসিইউতে ছয় জন চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।