জিম্বাবুয়ে যাওয়ার আগে মাঠে ফিরছেন মিথুন-মোস্তাফিজরা

0

লোকসমাজ ডেস্ক॥ জিম্বাবুয়েতে উড়াল দেওয়ার আগে অনুশীলনের সুযোগ পাচ্ছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া বাংলাদেশের ক্রিকেটাররা। সোমবার (৫ জুলাই) থেকে মিরপুর শের-ই-বাংলায় তাদের অনুশীলন শুরু হবে। দুই দিন অনুশীলনের পর ৭ জুলাই ভোরে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবেন তারা।
ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন, নাঈম শেখ, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, সাইফুদ্দিন, মোস্তাফিজ, মোসাদ্দেক ও রুবেল। এছাড়া টি-টোয়েন্টি দলে আছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন ও আমিনুল ইসলাম।
জিম্বাবুয়ে যাওয়ার একদিন আগে তারা প্রত্যেকে কোভিড টেস্ট করাবেন। কোভিড নেগেটিভ হলেই যেতে পারবেন আফ্রিকার দক্ষিণের দেশটিতে। সেখানে গিয়ে একদিনের কোয়ারেন্টাইনের পর অনুশীলনে যোগ দিতে পারবেন ক্রিকেটাররা।
জিম্বাবুয়েতে ৭ জুলাই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে হবে ১৬, ১৮ ও ২০ জুলাই; টি-টোয়েন্টি হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।