কেশবপুরে এক কেজি গাঁজাসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে ডিবি পুলিশ এক কেজি গাঁজাসহ জগন্নাথ রায় ভোলা (৩০) নামে এক যুবককে আটক করেছে। ভোলা যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের কেষ্ট গোপাল রায়ের ছেলে।
ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে আলতাপোল গ্রামের সুপারিবাগান তিন রাস্তার মোড় থেকে ভোলাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কেশবপুর থানায় একটি মামলা হয়েছে।