ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৮৪ জনকে উদ্ধার, ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা

0

লোকসমাজ ডেস্ক॥ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থীর ভূমধ্যসাগরে ডুবে মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি। দেশটির কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে অন্য ৮৪ জনকে উদ্ধার করেছে। রেড ক্রিসেন্টের কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৮৪ জনকে উদ্ধার করা হলেও একই নৌকায় থাকা ৪৩ জন ভূমধ্যসাগরে ডুবে গেছেন বলে উদ্ধার হওয়ার তথ্য দিয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশ, সুদান, মিসর, ইরিত্রিয়া ও চাদের নাগরিক রয়েছেন। গত ২৮ ও ২৯শে জুন লিবিয়ার জুয়ারা উপকূল দিয়ে অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগরে যাত্রা করেছিলেন উদ্ধারকৃত ব্যক্তিরা।