প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ, একাদশে আছেন তামিম-মুশফিক

0

লোকসমাজ ডেস্ক॥ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে নামার আগে প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের খেলোয়াড়রা। শনিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচে নেমেছেন টাইগাররা। চোট সমস্যার কারণে ম্যাচটিতে তামিম ইকবাল ও মুশফিকুর রহীমকে নিয়ে সংশয় ছিল। তবে বাংলাদেশের একাদশে রয়েছেন গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটার। আর টেস্ট দলে শেষ মুহূর্তে যোগ হওয়া মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আছেন সাকিব আল হাসান।
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) হাঁটুতে চোট পান তামিম ইকবাল। খেলতে পারেননি সুপার লীগে। প্রস্তুতি ম্যাচেও শঙ্কা ছিল বাঁ হাতি ওপেনারকে নিয়ে।
তবে চোট সারিয়ে খেলছেন তামিম। সুপার লীগে দুই ম্যাচ খেলার পর বেরসিক চোট সঙ্গী হয় মুশফিকেরও। এর আগে টেস্ট ম্যাচ সামনে রেখে তামিম-মুশফিক দু’জনই নেটে ব্যাটিং করেছেন পুরোদমে।
টাইগাররা দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করে ৫ ও ৬ই জুলাই অনুশীলন করবে। এরপর ৭ই জুলাই একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৬, ১৮ ও ২০শে জুলাই হবে ওয়ানডে ম্যাচ। এরপর ২৩ থেকে ২৭শে জুলাইয়ের মধ্যে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।