মম’র ম্যাজিক

0

লোকসমাজ ডেস্ক॥এর আগে টেলিভিশন নাটকে নিজের অভিনয় দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন তিনি একজন জাঁদরেল অভিনেত্রী। যে ক’টি সিনেমায় অভিনয় করেছেন সেগুলোতেও প্রশংসা কুড়িয়েছেন। এবার ওয়েব প্ল্যাটফরমেও নিজেকে প্রমাণ করে চলেছেন। তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার হয়ে ক্যারিয়ার শুরু করা জাকিয়া বারী মম। কাছাকাছি সময়ে ওটিটিতে তার ‘বিলাপ’ ও ‘কন্ট্রাক্ট’- দারুণভাবে আলোচিত হয়েছে। তবে সম্প্রতি সেই কাজগুলোকেও নিজ অভিনয় গুণে ছাপিয়ে গেছেন অভিনেত্রী। আশফাক নিপুণের পরিচালনায় ভারতের ওটিটি প্ল্যাটফরম ‘হৈ চৈ’তে মুক্তি পেয়েছে ৮ পর্বের ওয়েব সিরিজ ‘মহানগর’। সিরিজটি যেমন প্রশংসিত হচ্ছে, থ্রিলার এই সিরিজের প্রতিটি চরিত্রই আলোচিত হচ্ছে।
ওসি হারুন চরিত্রতে মোশাররফ করিম যেমন অনবদ্য, তেমনি এসি শাহানা রূপে নিজের ম্যাজিক ছড়িয়েছেন মম। নিষ্ঠাবান ও সাহসী অফিসারের ভূমিকায় মম অভিনয় করেছেন অসাধারণ। সিরিজটির গল্প আবর্তিত হয়েছে এক রাতে একজন ধনকুবেরের ছেলে আফনানের গাড়ি চাপা দিয়ে মানুষ মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে। আর সেই ঘটনার সুষ্ঠু তদন্তে নিযুক্ত হন এসি শাহানা। যদিও নানান গোলক-ধাঁধা ও বাধার সম্মুখীন হন তিনি। তারপরও নিজের মতো করে এগিয়ে নেন তদন্ত। শুধু দেশেই নয়, এই সিরিজের মাধ্যমে মম আলোচিত হচ্ছেন ওপার বাংলায়ও। সিরিজটি নিয়ে বিপুল সাড়া পাচ্ছেন বলে জানিয়ে মম বলেন, কাজটি খুব গুছিয়ে করেছেন পরিচালক আশফাক নিপুণ। শুটিংয়ের সময় তিনি যেমন পরিশ্রম করেছেন, শিল্পীরাও তেমন সহযোগিতা নিয়ে কাজ করেছেন। এমন স্মার্ট একটি টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমি মনে করি ওটিটি জগতে ‘মহানগর’ আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আর দেশ-বিদেশ থেকে এত সাড়া পাচ্ছি সেটা বলে বোঝাতে পারবো না। আমি সত্যি কৃতজ্ঞ। সামনের পরিকল্পনা কী- মম বলেন, ওটিটিতে কাজের বেশকিছু ভালো প্রস্তাব আছে। তবে আপাতত করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বিরতিতে আছি। দ্রুতই নতুন কিছু নিয়ে ফিরবো। মম যোগ করে বলেন, আমি মনে করি ওটিটিতে আমাদের সম্ভাবনা অনেক। ভালো ভালো পরিচালক ও শিল্পীরা তাদের প্রমাণের সুযোগ এখানে পাচ্ছেন। আমি আশাবাদী সামনে আমরা খুব ভালো করবো।