যশোরে আরও ৯ জনের মৃত্যু

0

যশোর প্রতিনিধি॥যশোরে গত ২৪ ঘণ্টায় ৯০৩টি নমুনা পরীক্ষা করে ২৮০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় একদিনে করোনা শনাক্তের হার ৩১ শতাংশ। একই সময়ে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৬৮ জন।
শুক্রবার (২ জুলাই) যশোর সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। করোনা শনাক্তের ঊর্ধ্বগতি ঠেকাতে লকডাউন কার্যকরে যৌথভাবে কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ ও বিজিবি। গ্রাম অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছেন ডা. শেখ আবু শাহীন।
তিনি বলেন, জুনের প্রথম থেকে করোনা সংক্রমণের হার বাড়ছে। ধারণা করা হচ্ছে, এটা গ্রাম পর্যায়ে ছড়িয়েছে। যে কারণে বিধিনিষেধেও সংক্রমণ কমানো সম্ভব হচ্ছে না। সপ্তাহ দুয়েকের মধ্যে সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।