ব্যবসায়ীকে কুপিয়ে জখম, দু’জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে খালেদুর রহমান টিটো নামে একজন ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। দু’জনকে আসামি করে গত বুধবার মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আসামিরা হলেন-সদর উপজেলার বলরামপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের ছেলে হেলাল হোসেন (২৯) ও মিলন হোসেনের স্ত্রী রেশমা বেগম (২৯)।
বলরামপুর গ্রামের আব্দুল গনির ছেলে খালেদুর রহমান টিটোর অভিযোগ, তিনি একজন ব্যবসায়ী। আসামিদের মধ্যে হেলাল হোসেন বাড়ি নির্মাণের জন্য তার কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে তিনি এর মধ্যে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু বাকি ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধে তালবাহনা শুরু করলে এ নিয়ে হেলাল হোসেনের সাথে তার দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায়ে গত বুধবার সকাল ১০টার দিকে টাকা পরিশোধের কথা বলে হেলাল হোসেন তাকে বাড়িতে ডেকে নিয়ে যান। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই আসামি হেলাল হোসেন ও রেশমা বেগম লাঠিসোটা ও দা নিয়ে তার ওপর আক্রমণ করেন। হেলাল হোসেন দা দিয়ে তার মাথায় বাম পাশে কোপ মারলে তিনি জখম হন। এরই মধ্যে রেশমা বেগম তার কাছে থাকা টাকার ব্যাগ কেড়ে নেন। ব্যাগে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিলো। পরে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। তারা তাকে হাসপাতালে নিয়ে যান।