যশোরে লকডাউনে ৩০ জনকে অর্থদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধে ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্র জানায়, যশোর শহরের বড় বাজার ও শহরতলীর রাজারহাটে পরিচালিত পৃথক অভিযানে ১৫ জনকে ১৬ হাজার ১শ’ টাকা, শার্শার নাভারন বাজারে একজনকে ২শ’ টাকা, ঝিকরগাছা বাজারে একজনকে ২ হাজার টাকা, কেশবপুরের বালিয়াডাঙ্গা শ্রীগঞ্জ বাজার, মজিদপুর, শ্রীফলা বাজার, কেশবপুর বাজার,কন্দপপুর, বাগডাঙ্গা, সুজাপুর, আলতাপোল ও ভান্ডারখোলা বাজারে ১২ জনকে ৭ হাজার ২শ’ টাকা ও মনিরামপুরের বাজারে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা প্রদান করেন।