খুলনায় একদিনে রেকর্ড ৩৯ জনের মৃত্যু

0

খুলনা প্রতিনিধি ॥খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯ জন মারা গেছেন। এই সময়ে এক হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়। এর আগে, গত ২৯ ও ২৩ জুন সর্বোচ্চ ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। এছাড়া ২৭ ও ২০ জুন ২৮, ২৫ জুন ২৩ ও ১৭ জুন বিভাগে ১৮ জনের মৃত্যু তথ্য জানানো হয়।খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া ও যশোরে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় আটজন, ঝিনাইদহ ও সাতক্ষীরায় চারজন করে, বাগেরহাটে একজন, নড়াইল ও মেহেরপুরে তিনজন করে ও চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে। মাগুরায় মৃত্যুর কোনও তথ্য নেই।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত ৫৭ হাজার ৫২০ জন। মারা গেছেন এক হাজার ১০৯ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।