থার্ড পার্টি কুকি সাপোর্টের মেয়াদ বাড়ালো গুগল

0

লোকসমাজ ডেস্ক॥থার্ড পার্টি কুটি সাপোর্টের মেয়াদ আরও এক বছর বাড়ালো গুগল। টেক জায়ান্টটি জানিয়েছে, ২০২৩ সাল পর্যন্ত থার্ড পার্টি কুকিজ সাপোর্ট করবে।
এর আগে ২০২০ সালে গুগল ঘোষণা ক‌রে, ধীরে ধীরে গুগল ক্রোম ব্রাউজার থেকে থার্ড পার্টি কুকি-র সাপোর্ট তুলে নেয়ার পরিকল্পনা রয়েছে। গত মার্চ মাসে গুগল জানায়, এক বছরের মধ্যেই থার্ড পার্টির কুকির মাধ্যমে ইউজার অ্যাকটিভিটি ট্র্যাক করা বন্ধ হবে।গুগল জানিয়েছে যে কুকির পরিবর্তে অন্য কোনোভাবে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করার পরিকল্পনা নেই তাদের। নিজেদের লাভের চেয়েও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকে গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে গুগল।
শুধু ব্রাউজার নয়, গুগল-এর অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও আর থার্ড পার্টি কুকির মাধ্যমে অ্যাক্টিভিটি ট্র্যাকিং করা হবে না বলে জানানো হয়েছে।
অনেক ওয়েবসাইট খোলার সময়ে অ্যাকসেপ্ট কুকিজ বলে একটি অপশন দেখায়। সেটায় ক্লিক করলেই গুগল তার মাধ্যমে আপনার পছন্দ-অপছন্দ, কী দেখছেন, সার্চ করছেন তা নজর রাখতে ও তথ্য জমাতে শুরু করে। এর কারণেই দেখবেন একটি শপিং পোর্টালে কোনও জিনিস দেখার পর অন্য কোনও ওয়েবসাইট বা ইউটিউব খুললেও ঠিক সেই জিনিসেরই বিজ্ঞাপণ আসতে থাকে।