কলারোয়ায় শিশু ভ্যানচালককে খাদ্য ও অর্থ সহায়তা দিল ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’

0

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ কলারোয়ায় হেলাতলা ইউনিয়নের শিশু ভ্যানচালক ফাহিম ও তার অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়েছে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ফাহিম হেলাতলা ইউনিয়নের শুভম্করকাটি গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে। বয়স ১২ বছর। সে জানায়-ক্যানসারে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। মা অসুস্থতার কারণে কোনা কাজ করতে পারে না। মায়ের চিকিৎসা খরচ ও সংসার চালানোর জন্য নিজেই তার বাবার ভ্যান হাতে তুলে নিয়ে নিয়েছে। বর্তমানে সেই ভ্যানটিও বিকল হয়ে পড়ে আছে।
এ অবস্থায় ফেসবুকে ‘আমাদের কলারোয়া গ্রুপ’ এ পোস্ট দেখে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’ তাদের নিজস্ব অর্থায়নে বুধবার সকালে শিশু ফাহিমের বাড়িতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ফল, শুকনা খাবার এবং টাকা তার মায়ের হাতে তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন মানবিক কলারোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।