বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ পুয়েত্রো রিকোর মারকুইজ

0

লোকসমাজ ডেস্ক॥ বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মানুষ এখন পুয়েত্রো রিকোর এমিলিও ফ্লোরেস মারকুইজ। বুধবার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, মারকুইজের বয়স এখন ১১২ বছর ৩২৬ দিন।পুয়েত্রো রিকোর রাজধানী সান জুয়ানের পূর্বে ক্যারোলিনা শহরে ১৯০৮ সালে মারকুইজের জন্ম। মানুষের প্রতি সহানুভূতি ও ভালোবাসাই তাকে দীর্ঘজীবন দিয়েছে বলে জানিয়েছেন তিনি।মারকুইজ বলেন, ‘আমার বাবা আমাকে ভালোবাসা দিয়ে বড় করেছেন এবং সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন। তিনি আমাকে এবং আমার ভাই ও বোনদের সবসময় বলতেন, ভালো কিছু কর এবং সবকিছু অন্যের সঙ্গে ভাগাভাগি করে নাও। এছাড় যিশু আমার মধ্যে বাস করেন।’
১১ সন্তানের মধ্যে মারকুইজ ছিলেন তার বাবা-মায়ের দ্বিতীয় সন্তান। তিনি পারিবারিক আখক্ষেতে কাজ করতেন এবং মাত্র তিন বছর আনুষ্ঠানিক শিক্ষা পেয়েছেন। মারকুইজের স্ত্রী আন্দ্রেয়া প্রেজ ডি ফ্লোরেস ৭৫ বছর বয়সে ২০১০ সালে মারা গেছেন। এই দম্পতির চার সন্তান।
এর আগে গিনেজ রেকর্ডে সবচেয়ে বেশি বয়সের মানুষ ছিলেন রোমানিয়ার দুমিত্রু কোমনেস্কু। ২০২০ সালের ২৭ জুন ১১১ বছর ২১৯ দিন বয়সী কোমনেস্কু মারা যান।