যশোরে জাল টাকাসহ একজনকে পুলিশে সোপর্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ১ হাজার টাকার দুটি জালনোটসহ তরিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটকের পর পুুলিশে দিয়েছেন স্থানীয় জনগণ। মঙ্গলবার সকালে শহরের পালবাড়ি তেঁতুলতলার মোড় থেকে তাকে আটক করা হয়। তরিকুল ইসলাম সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত মনির উদ্দিন বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, পালবাড়ি তেঁতুলতলা কবরস্থান মোড়ে আশরাফুল আলম নামে এক ব্যক্তির আশরাফিয়া কম্পিউটার নামে একটি দোকান রয়েছে। তিনি সেখানে কম্পিউটারের কাজের পাশাপাশি বিকাশে লেনদেনের ব্যবসা করেন। সকাল সাড়ে নয়টার দিকে তরিকুল ইসলাম নামে ওই বক্তি ১ হাজার টাকার দুটি নোট তাকে দেন বিকাশে লেনদেনের জন্য। কিন্তু নোট দুটি হাতে নেওয়ার পর তার সন্দেহ হয়। পরীক্ষা করে বুঝতে পারেন নোট দুটি জাল। এ সময় তাকে জাল নোটের বিষয়ে প্রশ্ন্ করা হলে তিনি সদুত্তর দিতে পারেননি। পরে তাকে ধরে জাল নোটসহ পুলিশের হাতে তুলে দেন আশরাফুল আলমসহ স্থানীয় জনগণ। এ ঘটনায় আটক তরিকুল ইসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন দোকানি আশরাফুল ইসলাম।