সেনা শাসনের বিরুদ্ধে ঐক্যের ডাক সু চির

0

লোকসমাজ ডেস্ক॥সেনা শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যের ডাক দিয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি। মঙ্গলবার সু চির আইনজীবী এ তথ্য জানিয়েছেন।গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় থেকে গৃহবন্দি রয়েছেন অং সান সু চি। তার বিরুদ্ধে দুর্নীতিসহ কয়েকটি অভিযোগে একাধিক মামলা করা হয়। মঙ্গলবার একটি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য সু চিকে আদালতে হাজির করা হয়।সু চির আইনজীবী মিন মিন সোয়ে পরে সাংবাদিকদের বলেছেন, ‘তিনি জনগণকে ঐক্যবদ্ধ ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন।
রাজধানী নেপিদুর বিশেষ আদালতে সু চির বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রদ্রোহ মামলার সাক্ষ্য গ্রহণ হয়েছে। এতে সরকার পক্ষ যেসব নথি জমা দিয়েছে সেগুলো স্বাক্ষরিত নয় বলে বাতিলযোগ্য বলে দাবি করেছেন সু চির আইনজীবীরা।
মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট ও ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ নেতা মিও অংকেও আদালতে হাজিরা করা হয়।