হোটেল শ্রমিক ও বাদাম মুড়ি বিক্রেতার মাঝে চাল-টাকা বিতরণ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া ৪শ’ জন হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ও ভ্রাম্যমাণ ঝালমুড়ি-বাদাম বিক্রেতাকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসক মজিবর রহমান তাদের মাঝে ১০ কেজি করে চাল ও নগদ ৫শ’ করে টাকা বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক, সহকারী কমিশনার( ভূমি) খান আব্দুল্লা আল মামুন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল প্রমুখ।