সুষমার সিদ্ধান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ নিজেকে ক্যারেক্টার আর্টিস্ট মনে করেন সুষমা সরকার। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভাঙতে গড়তে সদা প্রস্তুত তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার কাছে যে চরিত্রগুলো আসছে সেগুলো একেবারেই মনের মতো হচ্ছে না। তাই মনের বিরুদ্ধে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী। সুষমা বলেন, আমি আসলে কাজ করে আরাম পাচ্ছি না। গত ঈদে ওয়াহিদ তারেক ভাইয়ের পরিচালনায় ‘মিস্টার কে’ নামের একটি টেলিফিল্ম করে ভালো লেগেছিল। অনেকদিন পরে মনে হলো একটা কাজ করেছি। কিন্তু এরপর আর সে রকম কোনো চরিত্র পাইনি।
আমার কাছে মনে হয়েছে এতোদিন তো অনেক কাজ করেছি। মনে হচ্ছে শুধু সার্ভ করছি। নিজেরটা করতে পারছি না। সার্ভ করা চরিত্রগুলো আর করতে চাচ্ছি না। যার কারণে সামনে কাজ একদমই কম করবো। সে কারণেই একটু ধৈর্য্য ধরে আছি। মাঝে কয়েকটা একক নাটকে কাজ করেছেন সুষমা। এছাড়া হাবিব শাকিলের পরিচালনায় ওয়েব সিরিজ ‘সৎ মা’তে অভিনয় করেছেন। এছাড়া আফসানা মিমির পরিচালনায় ‘সায়ংকাল’ ধারাবাহিকেও কাজ করছেন। বর্তমানে নতুন সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছে বলে জানান। এদিকে অভিনয়ের পাশাপশি উপস্থাপনা ও লেখালেখিও করছেন তিনি। একাত্তর টেলিভিশনে ‘বিনোদন কারখানা’- নামে একটা অনুষ্ঠান করতেন। সেটি অবার শুরু হচ্ছে। প্রত্যেক মাসে একটা এপিসোড প্রচার হবে। সুষমা বলেন, এটি অভিনয়ের মধ্য দিয়ে উপস্থাপনা। একটা এপিসোডে অনেকগুলো গেটআপ নেয়া লাগে। কখনও শাবানা, ববিতা। থিমটাও অনেক মজার। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।