পূজার ভয়

0

লোকসমাজ ডেস্ক॥ জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী সম্প্রতি ‘হৃদিতা’ সিনেমার শুটিং শেষ করেছেন। অভিনেত্রী এখন ব্যস্ত এই সিনেমার ডাবিং নিয়ে। গত ২৩শে জুন থেকে ডাবিং শুরু করেছেন তিনি। ইতিমধ্যে পূজার ডাবিংয়ের ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পূজা বলেন, একটি সিনেমা যখন ফাইনাল হয় তখন আমার শুটিং করা সবচেয়ে সহজ মনে হয়। কিন্তু একটি সিনেমার সবচেয়ে কঠিন কাজ হলো ডাবিং। এর জন্য আমি সবচেয়ে ভয়ে থাকি। কারণ আমার মনে হয় স্পটে যতটুকু অভিনয় করি তার থেকে অনেকগুণ ভালো করতে হয় ডাবিংয়ে।
যাতে অভিনয় আরও ভালো লাগে। তিনি আরও বলেন, কোনো কাজ শুরু করার আগে আমি প্রার্থনা করে নেই, যাতে কাজটি আমি ভালো করতে পারি। কারণ দিনশেষে কাজটি আমার, ভালো হলে দর্শক আমাকে বলবে
খারাপ হলেও আমাকে বলবে। তাই ভালোই করতে চাই। পরিচালক সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে অর্থাৎ করোনা পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে চলতি বছরের শেষে এই সিনেমাটি মুক্তি দেয়া হবে। উল্লেখ্য, কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।