কাবুল বিমানবন্দরে তুরস্কের উপস্থিতি প্রয়োজনীয় : আফগান পররাষ্ট্রমন্ত্রী

0

লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার দেশটির রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে তুরস্কের আগ্রহ প্রকাশকে স্বাগত জানিয়েছেন। সাথে সাথে বিদেশি সেনা প্রত্যাহারের পর কাবুলে বাস করা কূটনীতিকদের জন্য এই উপস্থিতি ‘প্রয়োজনীয়’ বলে মন্তব্য করেছেন তিনি।রোববার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সাথে এক সাক্ষাতকারে এই কথা বলেন তিনি। সাক্ষাতাকারে তিনি বলেন, ‘বিমানবন্দরের সক্ষমতা ও সুবিধার সাথে সাথে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রযুক্তির ব্যবস্থাপনা সংরক্ষণে তুরস্কের আগ্রহকে আমরা স্বাগত জানাই। যা কূটনীতিক সম্প্রদায়ের অব্যাহত উপস্থিতির জন্য প্রয়োজনীয়।’ তিনি আরো বলেন, ‘তুরস্ক এক সাহসী ও প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে।’ তুরস্কের এই পদক্ষেপে তারা সর্বাত্মক সহায়তা দেবেন বলে জানান হানিফ আতমার। সাথে সাথে আফগানিস্তানের সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তানের ভূমিকাকে ‘অত্যান্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি। আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের সব সৈন্য প্রত্যাহারের কথা রয়েছে। বিদেশী সৈন্য প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় তুরস্ক আগ্রহ প্রকাশ করে। তবে দেশটির সশস্ত্র সংগঠন তালেবান দাবি করছে, ন্যাটো জোটের অংশ হিসেবে তুরস্কেরও উচিত হবে আফগানিস্তান ত্যাগ করা।